বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ - ০৫:৫০
মাওলানা সৈয়দ সাহেদ আলী জায়দী

হাওজা / কাসরে আব্বাস (আ:) ইমাম বারগাহ ‘খালিস পুর খুলনায়’ মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাসরে আব্বাস (আ:) ইমাম বারগাহ ‘খালিস পুর খুলনায়’ মজলিসের আয়োজন করা হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ সাহেদ আলী জায়দী সাহেব কিবলা।

মাওলানা সৈয়দ সাহেদ আলী জায়দী সাহেব উক্ত মজলিসে উসূল ও ফুরুয়ে দিন সম্পর্কে আলোচনা করেন এবং শেষে হাবিব ইবনে মাজাহিরের শাহাদাত পড়েন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha